ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

বইমেলায় নিজের বই প্রকাশের বিষয়ে যা জানালেন জায়েদ খান

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলায় নিজের বই প্রকাশের বিষয়ে যা জানালেন জায়েদ খান

জায়েদ খান

বর্তমান সময়ে একুশে বইমেলায় বই প্রকাশ করা যেনো একটা নতুন ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। দেখা যাচ্ছে কেউ একটু ভাইরাল হলেই বইমেলায় বই প্রকাশ করে বসেন। এর ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে ভাইরাল দম্পতি তিশা-মোশতাক, সাবরিনা, বারিশ হক এর মতো ভাইরাল ব্যাক্তিত্বদের বই। এ কারণে দর্শকদের অনেকের মনেই প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ব্যাক্তিত্ব জায়েদ খানের বই বের হচ্ছে কবে। 

দেশের একটি গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় চিত্রনায়ক জায়েদ খান জানালেন, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে বই প্রকাশ করার জন্য। 

এই নায়ক বলেন, ‘বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই বের করবে। কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি, এসব আমার জন্য নয়। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা। তাই অভিনয়টাই করতে চাই। ’

জায়েদ খান আরও বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’

 

এবি

সম্পর্কিত বিষয়:

×