ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তিশা-মুশতাক দম্পতিকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন জায়েদ খান

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

তিশা-মুশতাক দম্পতিকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন জায়েদ খান

জায়েদ খান-তিশা-মুশতাক

চলছে অমর একুশে বইমেলা। এ বইমেলায় অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে। যাদের বই প্রকাশিত হয়েছে তাদের মাঝে স্বীকৃত লেখক ছাড়াও আছেন বিভিন্ন ভাইরাল ব্যক্তিরা। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশার দুইটি বইকে কেন্দ্র করে সেই বিতর্কের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আলোচনা চলছে সাবরিনার বন্দিনী বইটি নিয়েও।  

বইমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই প্রকাশ পেয়েছে। নিজেদের বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে অপদস্থের শিকার হয়েছেন তারা। যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে তারকারাও। 

দেশের একটি গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় চিত্রনায়ক জায়েদ খান জানালেন, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে বই প্রকাশ করার জন্য। 

এই নায়ক বলেন, ‘বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই বের করবে। কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি, এসব আমার জন্য নয়। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা। তাই অভিনয়টাই করতে চাই। ’

জায়েদ খান আরও বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×