সিনেমার দৃশ্যে জায়েদ খান
২০২১ সালের অক্টোবরে শুটিং হয়েছিল জায়েদ খানের ‘সোনার চর’ ছবির। এতে একজন বীর মুক্তিযোদ্ধার ভূমিকায় রয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে মিলেছে মুক্তির ছাড়পত্র।
সম্প্রতি সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন। তারপর বুধবার (১৭ জানুয়ারি) আনকাট ছাড়পত্র পেয়েছে এটি।
সিনেমাটির মুক্তি নিয়ে প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়, এ নিয়ে আগামী রবিবার আমরা মিটিং করব। এ ছাড়া প্রযোজক সমিতিতেও কোনো সুবিধাজনক তারিখ পাওয়া যায় কিনা খোঁজ-খবর নেব। আশা করছি এ বছরই সিনেমাটি মুক্তি পাবে।’
জানা গেছে, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সোনার চর। মূলত ১৯৭৫ থেকে ৮১ সালের দৃশ্যপট দেখা যাবে এ সিনেমায়। চিত্রনায়ক জায়েদ খানের ভাষ্য, ‘সিনেমাটি একটু আলাদা গল্পের। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের ছবি। পর্দায় বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে দেখা যাবে আমাকে। কীভাবে? সেটা পর্দাতেই দেখবেন।’
জায়েদ খানের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন নবাগত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। নির্মিত হয়েছে এক্সেল ফিল্মসের ব্যানারে।
এদিকে, সর্বশেষ জায়েদ খানকে দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে। এতে টিক্কা খানের চরিত্রে ছিলেন তিনি। এ ছাড়া বিগত কয়েক বছর ধরে পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি।
এস