
আনিকা কবির শখ
২০০৩ সালে বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু করেন অভিনেত্রী আনিকা কবির শখ। সে বছরে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয় করেন তিনি। তারপর ‘অদ্ভুতুড়ে’ নাটকের মাধ্যমে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। যদিও শখের পরিচিতি বাড়ে বিজ্ঞাপনচিত্র দিয়ে। বড় পর্দায়ও কাজ করেন এ গ্ল্যামারকন্যা। ‘বল না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে দেখা গেছে তাকে। এর মধ্যে কারিয়্যারের তুঙ্গে থাকার সময়ে প্রেম-বিয়ে ও ডিভোর্সের খবরে ছিলেন এ অভিনেত্রী। তিনিও নিজেকে অনেকটা আড়ালে নিয়ে যান।
তবে এ অভিনেত্রী এখন আবার আগের মতোই কাজ করছেন বলে জানান। তারই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন একটি ওয়েব ফিল্মে। অলোক হাসান পরিচালিত ‘ত্রিভুজ’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। এতে তিনি জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে জুটি বাঁধছেন। দীপ্ত প্লের জন্য এটি নির্মাণ হচ্ছে। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।
এতে আরও অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ-ফারিণ খান ও সোহেল ম-ল, মৌসুমী মৌ ও ঊর্মিলা শ্রাবন্তী কর। শখ বলেন, ‘উচ্চ, মধ্য ও নি¤œবিত্ত, তিন শ্রেণির প্রতিনিধি হিসেবে তিনটি কাপলের গল্প দেখা যাবে এখানে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা সবাই মুখোমুখি হবেন। নেমে আসে সম্পর্কের জটিলতা। দর্শক দেখবেন নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক ক্রাইসিসের চিত্র। ভালো লাগছে কাজটি করে।’ পরিচালক অলোক হাসান বলেন, ‘ওয়েব ফিল্মে আজকাল থ্রিলার, হরর আমেজের গল্পই বেশি দেখা যায়। আমরা চেষ্টা করছি ভিন্ন ভাবনার কিছু নিয়ে আসতে। তাই পারিবারিক নাটকীয়তার একটি গল্প বেছে নিয়েছি। আমাদের ‘ত্রিভুজ’ দর্শককে সম্পর্ক, নীতি, দায়িত্ববোধ সম্পর্কে ভাবনার খোরাক দেবে।’