ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

এমপি হওয়ার পরেও অপু বিশ্বাসের পাশে ফেরদৌস

প্রকাশিত: ২০:০১, ১৩ জানুয়ারি ২০২৪

এমপি হওয়ার পরেও অপু বিশ্বাসের পাশে ফেরদৌস

অপু বিশ্বাস-ফেরদৌস

নায়ক ফেরদৌস। এবার ঢাকা ১০ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। এমপি হওয়ার পরেও বন্ধুত্ব আর ভালোবাসার খাতিরে শত ব্যস্ততার মাঝেও আবাসিক এলাকা আফতাব নগরীতে হাজির হয়েছেন বাংলা চলচিত্রের এ অভিনেতা। আর এ কাজটি শুধুমাত্র সম্ভব হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য বলেও জানান তিনি।

শুক্রবার ( ১২ জানুয়ারি) সন্ধ্যায় আবাসিক এলাকা আফতাব নগরীতে ঢাকা ১০ আসনের জয়ী এমপি ফেরদৌস উপস্থিত হন অপু বিশ্বাসের পার্লার ও বুটিকসের প্রতিষ্ঠান ‘হার্লান’-র শুভ উদ্ধোধনের জন্য।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ১১ এর এমপি মো. ওয়াকিল উদ্দিন, সিইও এমদাদুল হক সরকার, অভিনেতা ইমনসহ আরও অনেকে। সবাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন এ পরিচয়ের শুভ কামনা করেন।
 
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার সাথে যার শুরু হয় তার ভালোই হয়। ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অপুর সিনেমার যাত্রা শুরু। ওই সিনেমার নায়ক ছিলাম আমি। আমার সঙ্গে অপুর সেই শুরু। এখন অপু জনপ্রিয় অভিনেত্রী। সেই চিত্রনায়িকা পরিচয়ের শুভ সূচনা আমার সঙ্গে ছিল, এবার নতুন ব্যবসায়ী পরিচয়ও আমার শুভ উদ্বোধনের মাধ্যমে হলো। আশা করি, এ নতুন পরিচয়েও ভালো করবে আমার বন্ধু অপু।

এমপি হয়েও বন্ধুত্ব ভুলে না গিয়ে ফেরদৌস আরও বলেন, আমার নির্বাচনের সময় অপু নিজ থেকে আমার নির্বাচনের ভোটের প্রচারণায় এসেছিল। এমপি হয়ে তাই প্রথম ওরই ( অপু) কারণে কোনো সমাগম জায়গায় প্রথম এলাম। আমাদের বন্ধুত্ব, ভালোবাসা অনেক দিনের।
 
সবশেষে ফেরদৌস বলেন, আশা করছি সবাই সবার জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসা রাখব আর এ ভালোবাসা দিয়েই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

এবি

×