ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অবশেষে অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১১ জানুয়ারি ২০২৪

অবশেষে অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে

মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা

দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তার হবু বরের নাম আবু সাইয়িদ রানা। তিনি  লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার  লেখা ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ইত্যাদি কনটেন্টে কাজ করেছেন মৌসুমী। আজ শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানালেন মৌসুমী। এর আগে বুধবার রাতেই সেরে নিয়েছেন বিয়ের প্রাক-পর্বটি। পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো এক পর্যায়ে দুজনেরই মনে হয়েছে, সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে। নতুন অধ্যায়ের জন্য শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া প্রার্থনাও করলেন অভিনেত্রী।
উল্লেখ্য, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুঅভিনেত্রী হিসেবে।

×