তিনশ’ ফিটে অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সিনেমার চেয়েও বেশি জোর দিচ্ছেন ব্যবসা ও রাজনীতির মাঠে। সম্প্রতি জানালেন তার সংসদীয় টার্গেটের কথা। তিনি চিত্রনায়ক ফেরদৌসের মতো এতটা হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চাইছেন না, বরং তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দলপ্রধানের সম্মতি।
সংসদের সংরক্ষিত আসনে বসে অপু কী করতে চান, জানালেন সেটাও। বলেন, নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদের প্রচারে প্রায়শই দেখা গেছে অপু বিশ্বাসকে। দেশের প্রথম ১২ লেনের নান্দনিক ৩০০ ফিট মহাসড়ক, যা আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিকতায় ভিন্নমাত্রা পেয়েছে দেশের মানুষের মনে।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। প্রায় সময়ই সেখানে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিশোর-তরুণ থেকে বয়স্ক-বৃদ্ধরাও। এবার তাদেরই তালিকাতে নাম লেখালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন এই নায়িকা। অপু ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সকালেই ছুটে যান ভোটকেন্দ্রে। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই এই নায়িকা চলে যান পূর্বাচল ৩০০ ফিট সড়কে। সেখাকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না। বোঝাই যাচ্ছে, স্রোতেই গা ভাসালেন অপু। বাকিরাও গিয়ে যেখানে ছবি তুলছেন, নায়িকাও সেখানে দাঁড়িয়েই একাধিক ছবি তুলেছেন।