
.
বিরতির পর উপস্থাপনায় ফিরে এসে দারুণ সাড়া ফেলেছেন ইসমত জেরিন চৈতী। মিডিয়াতে ইসমত জেরিন চৈতীর যাত্রা শুরু হয়েছিল একজন লাক্স তারকা হিসেবে ২০০৫ সালে। এরপর মিডিয়ার নানান শাখায় তার বিচরণ থাকলেও চৈতী খুব বেশি স্বাচ্ছন্দ্য খুঁজে পান উপস্থাপনায়। যে কারণে উপস্থাপনার বাইরে অভিনয়, মডেলিং নিয়ে খুব বেশি আগ্রহ নেই তার। এরইমধ্যে চৈতী নতুন টেলিভিশন চ্যানেল ‘গ্রীন টিভি’র জন্য একটি ভিন্ন ধারার কুইজ শোয়ের উপস্থাপনা শুরু করেছেন। শোয়ের নাম ‘১১ নম্বর গাড়ি’। এই শোটির শতাধিক পর্বের শূটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। চৈতী শেষের ৫০টি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। চৈতীর ভাষ্যমতে তার এযাবতকালের সব অনুষ্ঠানের মধ্যে ‘১১ নম্বর গাড়ি’টিই সেরা অনুষ্ঠান। কারণ হিসেবে চৈতী বলেন, ১১ নম্বর গাড়ি কুইজ শোটি এ জন্যই আমার কাছে অন্যরকম এবং সেরা মনে হয়েছে, এই শোটি করতে গিয়ে আমি নিজেকে তথ্যগতভাবে অনেক সমৃদ্ধ করেছি। আমি বিশেষত মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জেনেছি।
প্রতিটি শোর আগে নানান বিষয় সম্পর্কে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে, যা আগে আমার অনেক কিছুই জানা ছিল না। তাছাড়া এই শোটির সঙ্গে বেশিরভাগই নারীরা সম্পৃক্ত। যে কারণে কাজ করার পরিবেশটাও ছিল অনেক আরামের। আমি যেহেতু নিজে ড্রাইভ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, গাড়ি ড্রাইভ করতে করতে এই শোটি করাটাও আমার জন্য ছিল ভীষণ উপভোগ্য। শোটির প্রচার শুরু হবার পর আমি অনেক অনেক সাড়া পাচ্ছি। উপস্থাপনায় নিজের আত্মবিশ্বাসও বেড়ে গেছে আগের চেয়ে অনেকখানি। চৈতী জানান, এই কুইজ শোটিতে দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন। ২০০৬ সালে ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের উপস্থাপনা দিয়ে একজন সফল উপস্থাপক হিসেবে চৈতীর যাত্রা শুরু।