তিশমা
জনপ্রিয় পপগায়িকা তিশমা। একটা সময় অডিও-সিডিতে নিয়মিত ছিলেন তিনি। তবে ডিজিটাল যুগে এসে এ গায়িকা অনেকটা আড়ালে চলে যান। কিন্তু এর পরেও গানের সঙ্গেই আছেন তিনি। নিজের মতো করেই গান করেন বলে জানান। এদিকে নতুন বছর উপলক্ষে প্রকাশ হয়েছে তার নতুন অ্যালবাম ‘কোবরা’। এটি শিল্পীর ১৯তম সলো অ্যালবাম। এ অ্যালবামে ১২টি গান রয়েছে। সবগুলো গান লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবাম প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমি সব সময় গান নিয়ে এক্সপেরিমেন্ট করি। নতুন এ অ্যালবামটিও এক্সপেরিমেন্টাল।
খানে রক, একোয়াস্টিক, অলটারনেটিভ, এক্সপেরিমেন্টাল ও ক্লাসিক্যাল- সব ঘরানার গান থাকছে।’ অ্যালবামের নাম কোবরা রাখা প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আমার প্রিয় প্রাণীদের মধ্যে সাপ অন্যতম। সাপের কালচারে উৎসাহী হয়ে অনেক গান করেছি। ঠিক একই কারণে নতুন অ্যালবামের নাম সাপের একটি জাতের নামেই দিয়েছি। তবে গানগুলো পছন্দ হবে, এটা বলতে পারি।