ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার

প্রকাশিত: ১৯:১৩, ১ জানুয়ারি ২০২৪

বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিদিন  ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। এরই মাঝে ভাইরাল হয়েছে একটি ছবি।

সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথমদিনেও স্বামী রাকিব সরকারকে নিয়ে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন মাহি। আর সেই সময়ের দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে লিখেছেন, বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে।

ওই ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে রয়েছেন নায়িকার স্বামী রাকিব সরকার। মাহির হাতে রয়েছে, তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা)। তার প্রতীক ট্রাক। আর নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি টানা ৩ বার ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন।

 

এস

সম্পর্কিত বিষয়:

×