ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেয়েদের বাড়ি পৌঁছে দিতেন শাহরুখ

প্রকাশিত: ২০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৩

মেয়েদের বাড়ি পৌঁছে দিতেন শাহরুখ

শাহরুখ খান

সদ্য মুক্তি পাওয়া ‘ডানকি’ও বাজিমাত করে চলেছে। ২০২৩ সালটা যেন শাহরুখেরই বলা যায়! যখন এমন সাফল্যের সিঁড়িতে চড়ছেন কিং খান, তখন তাঁকে নিয়ে আবেগঘন প্রাক্তন থিয়েটার সহকর্মী দীপিকা আমিন। সুপারস্টারকে নিয়ে অজানা সত্যি ফাঁস করলেন তিনি।

ইন্ডাস্ট্রিতে রাতারাতি সাফল্য পাননি শাহরুখ। ধীরে ধীরে উত্থান হয়েছে তাঁর। প্রথম দিকে থিয়েটার করতেন অভিনেতা। ব্যারি জোনস থিয়েটার দলে যুক্ত ছিলেন তিনি। ওই সময়ে সেই দলে শাহরুখের সহকর্মী ছিলেন অভিনেত্রী দীপিকা আমিন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের স্মৃতিচারণ করেন দীপিকা। জানালেন, থিয়েটার শেষ হতে হতে প্রায়ই রাত হয়ে যেত। তখন মেয়েদের পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করতেন শাহরুখই।   

টাইমস অব ইন্ডিয়ার বরাতে দীপিকার ভাষ্য, ‘শাহরুখ আর ঋতুরাজ—এ দুজনের গাড়ি ছিল। থিয়েটার শেষ হতে হতে প্রায়শই রাত হয়ে যেত। আর রাত হলেই মেয়েদের বাড়ি পৌঁছে দিতেন তারা। এমন এক পরিবহন ব্যবস্থা, যা সবাইকে নিয়ে যেত। শাহরুখের একটি মারুতি ভ্যান ছিল এবং সবাইকে এক এক করে তাদের বাড়িতে নামিয়ে দিত সে। সবাই সবাইকে তখন সাহায্য করতো। একসঙ্গে সবাই মিলে কস্টিউম কিনতে যেতাম আমরা।’

স্টারকিড ছিলেন না শাহরুখ। ‘বাদশা’ খেতাব পেতে তাঁকে করতে হয়েছে লাগাতার পরিশ্রম। সেই পরিশ্রম আর মহানুভবতার রেশটা এখনও রয়েছে গেছে বলে জানান দীপিকা। মানুষ হিসেবে কেমন ছিলেন শাহরুখ—জানতে চাইলে তিনি বলেন, ‘যে পরিমাণ উৎসাহ ওর সেসময় ছিল, এখনও তাই রয়েছে। সবার পাশে দাঁড়াত। রাত হয়ে গেলে কেউ না থাকলেও শাহরুখ ঠিক থাকতেন। পৌঁছে দিতেন।’

এমনকি এই সাক্ষাৎকারে উঠে এসেছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘ফ্যান’ ছবির কথাও। যেখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। দু’জনই সমবয়সী মায়ের চরিত্রে অভিনয় করতে অস্বস্তি হয়নি তাঁর? দীপিকার ভাষ্য, ‘প্রথম দিকে একটু অস্বস্তি কাজ করেছে। যদিও পরিচালক জানিয়েছিলেন শাহরুখকে ছবিতে অনেক ছোট দেখানো হবে। প্রস্থেটিক আর স্পেশাল এফেক্টের ব্যবহারে বয়স কমিয়ে ফেলা হবে তাঁর। হয়েছিলও তেমনটা।’

প্রসঙ্গত, জানুয়ারিতে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘পাঠান’। সেপ্টেম্বরে ‘জওয়ান’। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে দুটি ছবি। সর্বশেষ ২১ ডিসেম্বর এসেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। মুক্তির পাঁচদিনে ভারতীয় বক্স অফিসে ১২৪ কোটি রুপি তুলে নিয়েছে শাহরুখের এই ছবি।

 

এস

সম্পর্কিত বিষয়:

×