ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

প্রকাশিত: ১৮:২০, ২৫ ডিসেম্বর ২০২৩

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

রণবীর কাপুর ও আলিয়া ভাট, সঙ্গে তাদের কন্যা। 

কন্যা সন্তানের মা-বাবা হওয়ার এক বছর হয়ে গেলেও কখনো মেয়েকে প্রকাশ্যে আনেননি বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর তাদের কন্যা সন্তানকে দেখার জন্য ভক্তদেরও আগ্রহের কমতি ছিল না।

অবশেষে সেই আক্ষেপ ঘুচলো। প্রথমবারের মতো একমাত্র কন্যাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। বড়দিন উপলক্ষে কুনাল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন এই দম্পতি। সেখানেই সাংবাদিকদের ক্যামেরায় রাহাকে নিয়ে পোজ দেন তার বাবা-মা।

এদিন বাবার কোলে চড়ে লাঞ্চ পার্টিতে এসেছিল ছোট্ট রাহা। তারকা কন্যার পরনে ছিল সাদা-গোলাপি রঙের ফ্রক। পায়ে লাল রঙের ভেলভেট জুতা। ক্ষুদে এই শিশুর নীল চোখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভক্তরা।

কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ানপিসে দেখা যায় আলিয়াকে। আর রণবীরের পরনে কালো রঙের টি-শার্ট, একই রঙের ডেনিম জ্যাকেট আর জিনস। প্রথমবারের মতো একফ্রেমে রণবীর পরিবারকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। 

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। দীর্ঘদিন প্রেমের পর গত বছরই গলায় মালা দেন এই জুটি। এরপর একই বছরের নভেম্বর মাসে কন্যা সন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×