ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

প্রবাসীকে বিয়ে করছেন স্বাগতা, কীভাবে পরিচয় জানালেন নিজেই

প্রকাশিত: ১৮:৫১, ১৫ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২১:০৪, ১৫ ডিসেম্বর ২০২৩

প্রবাসীকে বিয়ে করছেন স্বাগতা, কীভাবে পরিচয় জানালেন নিজেই

স্বাগতা ও হবু বর হাসান

অভিনয়শিল্পী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামানের বিচ্ছেদ হয়েছে বছরখানেক সময় হয়েছে। এবার আবারও নতুন করে সংসারী হচ্ছেন এই অভিনেত্রী। পাত্রের নাম হাসান আজাদ, যিনি লন্ডন প্রবাসী।  জানা গেছে, নতুন বছরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবেন স্বাগতা ও হাসানের। 

হাসান আজাদ সম্পর্কে স্বাগতা গণমাধ্যমকে জানান, বিচ্ছেদের পর নিজের মতো করে জীবনযাপন করছিলেন তিনি । বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার ভাবনা জাগে তাঁর মনে। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। আজাদের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন অভিনেত্রী। একটি গণমাধ্যমে হাসান আজাদের সাথে পরিচয়ে বিষয়ে তিনি বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের কথা, আমার একটা বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে গিয়েছিল। ওখানে আমরা হ্যাংআউট করতে গিয়েছিলাম। বান্ধবীর একটা বন্ধু ছিল হাসানের কাজিন। ওখানে হাসান ছিল। এরপর অনেক দিন দেখা ছিল না আমাদের। নভেম্বরে আবার দেখা। দেখা হলে বুঝতে পারি, সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।’

হাসান আজাদকে পছন্দ করেছেন? এমন প্রশ্নে বলেন, ‘আমি আসলে সেভাবে বুঝি নাই। ও-ই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। এরপর আমি নিজেও যখন ভাবছিলাম, বিয়ে করব। পাত্রও খুঁজছিলাম। পরে জানতে পারি, হাসানও পাত্রী খুঁজছে। বুঝলাম, হাসান সংসার করতে চায়।

নিজের সাথে হাসান আজাদের আর্টিস্টিক ভিউ অনেকটাই মিলে যায় বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, আমিও সংসার করতে চাই। আমাদের দুজনের আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। হি ইজ অ্যান আর্টিস্ট, এটা যেমন ভালো লেগেছে, তেমনি হি ইজ অ্যান একাডেমিক, এটাও ভালো লেগেছে। আমি ছোটবেলা থেকে লেখক পরিবেশে বেড়ে উঠেছি। একটা সময় বুঝতে পারি, হাসান আমার কাজ অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। আমি কাজ করতে অনেক ভালোবাসি, এটাতে সমর্থন আছে জানতে পারাটা ছিল অনেক ভালো লাগার।’

এবি

সম্পর্কিত বিষয়:

×