ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বুদ্ধিজীবী দিবসের গান ‘অমর বিশ্বাসে’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ১৪ ডিসেম্বর ২০২৩

বুদ্ধিজীবী দিবসের গান ‘অমর বিশ্বাসে’

শিল্পী স্বরলিপি

মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রকাশ হলো নতুন গান ‘অমর বিশ্বাসে’। গীতিকবি সুজন হাজংয়ের লেখায় গানটিতে সুর করেছেন মিথেল রংদী। জাহিদ বাশার পংকজের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী স্বরলিপি।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গানটি গীতিকবি সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সুজন হাজং অফিসিয়ালে  অবমুক্ত করা হয়েছে। গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন হাজং বলেন, এটি বুদ্ধিজীবী দিবসের গান। বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় ও চেতনায় স্মরণ করার গান ‘অমর বিশ্বাসে’। গায়িকা স্বরলিপি বলেন, বুদ্ধিজীবীদের নিয়ে গাওয়া এটি আমার প্রথম গান। বুদ্ধিজীবীদের নিয়ে এর আগে কোনো গান তৈরি হয়েছে বলে আমার জানা নেই। সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, সুজনদাকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এই গানটির সংগীত পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। চমৎকার কথা, সুর এবং স্বরলিপির সুমধুর কণ্ঠে গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।

×