ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

এবার রাজের সঙ্গে জুটি বাধছেন ইধিকা

প্রকাশিত: ১৮:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৩

এবার রাজের সঙ্গে জুটি বাধছেন ইধিকা

শরিফুল রাজ ও ইধিকা পাল 

এবার রাজের বিপরীতে ‘কবি’ নামে  সিনেমায় থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ‘কবি’ ইধিকার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা ও অ্যাকশনধর্মী গল্পে এগিয়ে যাবে ‘কবি’ । সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

শরিফুল রাজ-ইধিকা পাল ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

 

সম্পর্কিত বিষয়:

×