‘ট্যাক্স কার্ড’ প্রাপ্ত সেরা ৬ তারকা
২০২২-২৩ কর বছরে সর্বমোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন তারকা শিল্পীরাও। এনবিআর প্রদত্ত বিশেষ এ ট্যাক্স কার্ড পেতে যাচ্ছেন সংগীত ও চলচ্চিত্র শিল্পের ৬ তারকা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক গেজেটে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। প্রকাশিত ওই তালিকায় বলা হয়, ২০২২-২৩ কর বছরে ৩ ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেয়া হবে। এই ৩ ক্যাটাগরির মধ্যে ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেয়া হবে। এই ১৪১টি ট্যাক্স কার্ডের মধ্যে অভিনয়জগতের ও সংগীতজগতের মোট ৬ জন সেলিব্রেটি রয়েছেন।
২০২২-২৩ কর বছরে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন তিনজন। তারা হলেন: অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম হোসেন।
অন্যদিকে সঙ্গীত শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতেও ট্যাক্স কার্ড পাচ্ছেন তিনজন। তারা হলেন: দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান রহমান খান, এস ডি রুবেল ও সংগীত শিল্পী মমতাজ বেগম।
এস