ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভূমিকম্প নিয়ে যা ভাবছেন তারকারা

প্রকাশিত: ১৯:৪৯, ২ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১৯:৫৭, ২ ডিসেম্বর ২০২৩

ভূমিকম্প নিয়ে যা ভাবছেন তারকারা

জায়েদ-সুইটি-আঁখি

আজ শনিবার (২ ডিসেম্বর) ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যার উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তর-দক্ষিণে। এটি মাঝারি শ্রেণির ভূমিকম্প। এ সময় সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।

তেমনি ভূমিকম্পে আতঙ্কিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার বিষয় শেয়ার করেছেন তারা। দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম লিখেন, ‘এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!’

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর মজা করার মতো থাকল না, তাই না?’

আলোচিত নায়ক জায়েদ খান লিখেন, ‘কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

অভিনেত্রী তানভীর সুইটি লিখেন, ‘প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন...।’

চিত্রনায়িকা শিরীন শিলা তার অনুভূতি জানিয়ে লিখেন, ‘ভূমিকম্প হইল না কি ঘুম থেকে উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে।’ 

সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না। 

চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘ভূমিকম্প অনুভূতি হলো। অনেক জোরে ঝাঁকুনি। কে কে সুস্থ আছেন?’ 
চিত্রনায়িকা তানহা তাসনিয়া লিখেন, ‘ভূমিকম্প! হায় খোদা! এটা প্রখর ছিল।’

 

এবি

সম্পর্কিত বিষয়:

×