ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

‘রঙের অনেক রঙ’ আজ মাছরাঙায়

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ৩০ নভেম্বর ২০২৩

‘রঙের অনেক রঙ’ আজ মাছরাঙায়

ফজলুর রহমান বাবু

আবুল হোসেন চাকরি করেন একটি এনজিওতে। পরিবারে স্ত্রী, দুই  মেয়ে কাজল ও আলতা, এই নিয়ে তার  সংসার। তার বড় মেয়ে কালো বলে কাজলের অনেকবার বিয়ের কথা হওয়ার পরও আর এগিয়ে আসে না ছেলে পক্ষ। আবুল হোসেনের অফিসে নতুন যোগদান করা ছেলেটার সঙ্গে কাকতালীয়ভাবে বিয়ের কথা চলতে থাকে কাজলের। ছেলেও বড় মেয়ে কাজলকে পছন্দ করে। মেয়ের সব গুণের কথা ছেলেটি তার মাকে বলে কিন্তু গায়ের রঙের প্রশ্নে ছেলেটি চুপ হয়ে থাকে।  

অন্যদিকে ছোট মেয়ে আলতা দেখতে ভালো তাকে নিয়ে বাবা-মায়ের চিন্তা নেই একদিন লেখাপড়া শেষ হলে একটা ভালো ঘরে তার বিয়ে হয়ে যাবে কিন্তু ছোট মেয়েকেও পথে ঘাটে একটা মোবাইল ফোনের ক্যামেরা ফলো করতে থাকে দিনের পর দিন। এভাবে এগিয়ে যায় নাটক ‘রঙের অনেক রঙ’। নাটকটি পরিচালনা করেছেন সরকার রওনক রিপন। মাছরাঙা টিভিতে আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, নাজিবা বাশার, নিশা চৌধুরী, সোহেল তৌফিক, সোয়েব মনির, দাউদ নূর, ইউসুফ আতিক মানিক, ফারুক মহসিন ও আরও অনেকে।

×