ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তাজউদ্দীন আহমদকে নিয়ে সায়ানের গান

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৩ নভেম্বর ২০২৩

তাজউদ্দীন আহমদকে নিয়ে সায়ানের গান

.

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে গান বেঁধেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। জেলহত্যা দিবসে এই গানটি প্রকাশের মধ্য দিয়ে তাজউদ্দীন আহমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে জানান সায়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করেছেন এই শিল্পী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি বরাবরের মতো এবারও গানের কথা সুর সায়ানের। সংগীতায়োজনে ছিলেন শুভ সুলতান।

গানের ভিডিও নির্মাণ করেছেন সৌখিন সানী। সায়ান বলেন, এই গানটি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার নিবেদন তাজউদ্দীন আহমদের জন্য, যাকে এই বাংলাদেশ পেয়েছিল এবং যিনি আমাদের বাংলাদেশ দিয়েছিলেন। গানটি দেশের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন নয় বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই গানটি শুধুমাত্র একজন সায়ানের ভালোবাসা এবং স্যালুট, একজন তাজউদ্দীন আহমদের জন্য। এমনকি তাজউদ্দীন আহমদ যে দলের হয়ে রাজনীতি করতেন, তার প্রতিও আমার প্রশংসা বা নিন্দা- কোনোরূপ মনোভাব প্রকাশ করে না।

 

×