ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

‘কাজল রেখা’ সিনেমার প্রচার শুরু

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২৮ অক্টোবর ২০২৩

‘কাজল রেখা’ সিনেমার প্রচার শুরু

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী

গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’ মুক্তি পাচ্ছে আগামী বছর বসন্ত উৎসবে। এতে জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন মন্দিরা। শনিবার দুপুরে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-নেদারল্যা-সের ক্রিকেট খেলা দেখতে যান গিয়াস উদ্দিন সেলিম, শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। মূলত এখানে বাংলাদেশের খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচারেও নেমেছেন তারা। কলকাতা থেকে মন্দিরা বলেন, আমাদের পূর্বপরিকল্পনাই ছিল যে বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠ থেকেই আমাদের ‘কাজল রেখা’ সিনেমার প্রচার শুরু হবে। যেহেতু বিশ^কাপ ক্রিকেট, তাই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে খেলার দিকে।

আমাদের দেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে ইডেন গার্ডেনের মাঠে উপস্থিত হওয়া এবং পাশাপাশি আমাদের সিনেমার প্রচার করা। এতে আমার সহশিল্পী হিসেবে শরীফুল রাজ দারুণ অভিনয় করেছে। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে। ধন্যবাদ, কৃতজ্ঞতা সেলিম ভাইকে। কারণ তিনি আমাকে এমন একটি সিনেমাতে নাম ভূমিকায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। মন্দিরা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে তারা দেশে ফিরবেন। দেশে ফেরার আগে আগামী ৩১ অক্টোবর তারা বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলা উপভোগ করবেন কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সেখানেও ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি নিজেদের সিনেমার প্রচার করবেন তারা।

×