ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পরীমণির এতো টাকার উৎস জানেন?

প্রকাশিত: ২৩:০৪, ৩ অক্টোবর ২০২৩

পরীমণির এতো টাকার উৎস জানেন?

অভিনেত্রী পরীমণি।

আলোচিত অভিনেত্রী পরীমণি। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের ঘটনায় এই নায়িকাকে নিয়ে আলোচনা যেন ছড়িয়ে পড়ে সবত্র। তবে জীবনযাপনও করছেন বিলাসবহুলভাবে। 

গত আগস্ট মাসে একমাত্র ছেলের প্রথম জন্মদিনে ১৫ লাখ টাকা খরচ করে আলোচনায় আসেন এই নায়িকা। তখন পরীমণির টাকা নিয়ে আলোচনা ও প্রশ্ন উঠে জনমনে। এতো টাকা আসলে পরীমণি কোথায় পেয়েছেন? কীভাবে আয় করছেন বা কে তাকে রাজকীয়ভাবে খরচ করার জন্য এতো টাকা দিচ্ছে?

পরীমণি এবার একটি সাক্ষাৎকারে তার আয়ের উৎস নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আর সেই জবাবে এক মুহূর্ত দেরি না করে চমকপ্রদ তথ্য দেন লাস্যময়ী এই নায়িকা।

তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে সাক্ষাৎকারে পরী জানান, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন, চারটা বিয়ে বা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। এসব লোক পরীরই কাছের লোক। ভিডিও কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই যে মিথ্যাচার, তা একদমই পছন্দ করেন না নায়িকা।

পরীমণি বলেন, ‘যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। তবে তাদের মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।’

টাকার উৎস নিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে জিজ্ঞাসা করা হয়, এত টাকা পরী কোথায় পান? খানিকটা হেসেই উত্তর দেন ‘বঙ্গ’ দেয়। 

এদিকে খুব শিগগিরই একজনকে পেটানোর প্ল্যান করেছেন পরী। মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী। নাম জানতে চাইলে তিনি বলেন, তার নাম বলে দিলে সে সতর্ক হয়ে যাবে। তাই এখন নামটা বলতে চাইছি না। তাছাড়া মার খাওয়ার পর তার নাম এমননিতেই সবাই জানতে পারবে।
 

এম হাসান

×