মুন্না খান ও প্রিয়া অনন্যা
প্রথমবারের মতো হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন অভিনেতা মুন্না খান ও প্রিয়া অনন্যা। ‘দিল হারা মে’ শিরোনামের গানটি লিখেছেন প্রিয়াংকা পান্ডে। হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন অশোক সিং ও শীতল মহন্তী। মিউজিক প্রোডাকশন ও মিক্সমাস্টার অশোক সিং। রূপসজ্জায় ছিলেন বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মুন্না খান বলেন, প্রথমবারের মতো হিন্দি গানের মডেল হয়েছি। দর্শক ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
মডেল প্রিয়া অনন্যা বলেন, হিন্দি গানে এই প্রথম মডেল হিসেবে কাজ করলাম, গানটি অসাধারণ। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন যতœ নিয়েই গানটি নির্মাণ করেছেন। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আশা করছি, সবার গানটি দেখে ভালো লাগবে। মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।