উর্মিলা শ্রাবন্তী
জুয়েল রানার তথ্যচিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, এর আগেও আমি বেশকিছু জনসচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছি। সত্যি বলতে এই ধরনের তথ্যচিত্রে কাজ করার মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করে।
কারণ একজন শিল্পী হিসেবেই শুধু নয়, আমি মনে করি একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষকে সমাজের নানান অসঙ্গতি বা সমস্যা চিহ্নিতকরণের মধ্যদিয়ে সমস্যা সমাধানের পথ দেখানোর চেষ্টার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা দায়িত্বশীলতার মধ্যে পড়ে। মেয়েদের জরায়ু ক্যান্সারে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ইউনিসেফের এই তথ্যচিত্রে কাজ করেছি। আশা করছি, এটি দ্রুত প্রচারে এলে সবারই উপকার হবে। উর্মিলা অভিনীত প্রথম সিনেমা শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘ফ্রম বাংলাদেশ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি সাজিন আহমেদ বাবু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’-এর কাজ শুরু করেছেন। শীঘ্রই তিনি ইদ্রিস হায়দার পরিচালিত নতুন আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন।