
স্বর্ণলতা দেবনাথ
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ‘চার চক্কর’ ধারাবাহিকে স্বর্ণলতা দেবনাথের অভিনয়ে মুগ্ধ দর্শক। নজরুল ইসলাম রাজু পরিচালিত নতুন এ ধারাবাহিকে স্বর্ণলতা অভিনয় করেছেন বিন্তী চরিত্রে। এরই মধ্যে এই ধারাবাহিকের ৩৭টি পর্ব প্রচার শেষ হয়েছে। প্রথম পর্বের শেষের দিক থেকেই তিনি এই নতুন ধারাবাহিকে বিন্তী চরিত্রের মধ্যদিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন। এতে যারা অভিনয় করছেন তাদের মধ্যে স্বর্ণলতা অভিনীত বিন্তী চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। স্বর্ণলতা বলেন, ‘চার চক্কর’ নাটকটির গল্প অসাধারণ। নজরুল ইসলাম রাজু ভাইয়ের নির্দেশনায় এই প্রথম কাজ করছি। এই নাটকের পর্ব পরিচালক হিসেবে আছেন তাসদিক ভাই। বলা যায়, পুরো টিমই ভীষণ যতœ নিয়ে কাজ করছেন শুরু থেকেই।
আমরা যারা এতে অভিনয় করছি প্রত্যেকেই যার যার চরিত্রে যথেষ্ট মনোযোগ দিয়েই চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিন্তী চরিত্রে অভিনয়ের জন্য আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা দর্শকের প্রতি। এদিকে স্বর্ণলতার জন্মদিনের পরের দিনই ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত মোহিন খান পরিচালিত খ- নাটক ‘স্বামীর প্রতিশোধ’। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যে সব নাটকে অভিনয় করে স্বর্ণলতা আলোচনায় এসেছেন সেই নাটকগুলো হচ্ছেÑ রনি খানের ‘বন্ধুর গার্লফেন্ড’, আলমগীর সাগরের ‘হেডফোন হাকিম’, মাসুদ রানা অনিকের ‘আজ আমার বউয়ের বিয়ে’ ইত্যাদি। তিনি জানান, বিশেষত সিনিয়র শিল্পীদের সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ তাদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখা যায়। গেল এপ্রিলে ইউটিউবে প্রকাশিত হয় রেহান রসূলের গান ‘তোমার প্রেমে পড়ছি না’। এই গানের মিউজিক ভিডিওতে স্বর্ণলতার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শককে।