
শবনম বুবলী
আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের সিনেমা নির্মাণ করছেন নন্দিত নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এতে অভিনয় করছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে শূটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ করলেন নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালক নিজেই। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এখন অনেক নায়িকাই আছেন। সেখান থেকে বিজলী চরিত্রে কেন বুবলীকেই বেছে নেওয়া এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বিশ্বাস বলেন, বিজলী চরিত্রটির জন্য আমার কাছে মনে হয়েছে বুবলীই যথাযথ। কেমন করেছেন বুবলী বিজলী চরিত্রে? দেবাশীষ বিশ্বাস বলেন, বুবলীর সঙ্গে এটা আমার প্রথম সিনেমা।
ভীষণ মনোযোগী এবং ভীষণ সিরিয়াস একজন অভিনেত্রী। এক কথায় বিজলী চরিত্রে বুবলী দুর্দান্ত অভিনয় করেছেন। আমি তার অভিনয় দারুণ খুশি। সময়মতো সেটে আসা, চরিত্র বুঝে নেওয়া, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মনোযোগ দিয়ে রিহার্সেল করা এবং শট শেষে নিজের চরিত্র নিয়ে ভাবা, ইউনিটকে পূর্ণাঙ্গ সহযোগিতা করাÑ সব মিলিয়েই আমার কাছে তার আন্তরিকতা ভালো লেগেছে। একজন শিল্পী হিসেবে তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। এই সিনেমায় তাকে নিয়ে আমি ভীষণ আশাবাদী। শবনম বুবলী বলেন, আমি দেবাশীষ দাদার বাবা শ্রদ্ধেয় দীলিপ বিশ^াস স্যারের অনেক সিনেমা দেখেছি।
শূটিংয়ের সময় দীলিপ স্যারের স্ত্রী গায়ত্রী আন্টির সঙ্গে সেই সময়কার সিনেমা নির্মাণের গল্প শুনেছি, যা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর দেবাশীষ দাদাকে ছোটবেলা থেকেই আমি চিনতাম, কারণ আমার বোন মিমি গান করতেন। তার রেকর্ডিংয়ে যেতাম। দেবাশীষ দাদার সিনেমাতে ভীষণ কম্ফোর্ট জোনে কাজ করেছি। ক্যামেরার সামনে দৃশ্য ধারণের আগেই রিহার্সেলের সময় আমরা যেভাবে হেসেছি, তাতে মনে হচ্ছে যে এই কমেডি ঘরানার সিনেমা দেখতে দর্শক হলে যাবেন।
উল্লেখ্য, এর আগে দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘শুভ বিবাহ’,‘ ভালোবাসা জিন্দাবাদ’, ‘চল পালাই’ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নির্মাণ করেন। দেবাশীষ বিশ্বাস জানান, ‘তুমি যেখানে আমি সেখানে’-এর দ্বিতীয় লটের কাজ হবে আগামী অক্টোবরে শেষপ্রান্তে। আগামী বছর কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা সংস্থার। গেল ঈদে বুবলী অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাতে তার বিপরীতে ছিলেন মাহফুজ।