ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজ্যর প্রথম জন্মবার্ষিকীতে অপু বিশ্বাসের উপহার

প্রকাশিত: ১৮:৪৯, ১১ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:৫২, ১১ আগস্ট ২০২৩

রাজ্যর প্রথম জন্মবার্ষিকীতে অপু বিশ্বাসের উপহার

পরীমণি, রাজ্য ও অপু বিশ্বাস

চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। পরীমণির ছেলের জন্মদিনে স্বর্ণের চেইন উপহার দিতে দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। অনুষ্ঠানে নিজ হাতেই চেইন বের করে রাজ্যকে পরিয়ে দিয়েছেন তিনি। এসময় রাজ্যকে পরীমণির কোলেই দেখা যায়।

 

বাবাকে চিনতে পারেননি পরীমণির ছেলে!
বুধবার (৯ আগস্ট) ভারত থেকে ফিরে রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হন রাজ। প্রায় মাস খানেক পর ছেলের সঙ্গে দেখা করায় বাবাকে চিনতে পারেননি রাজ্য। পরী বলেন, ‘আমি ভিডিওতে দেখলাম, রাজ্যের সামনে দাঁড়িয়েছিল তার বাবা। রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল। অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি। কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে, কোলে উঠেছে।’। এ সময় পরীমণি দেখা না দিলেও ছেলের সঙ্গে সময় কাটিয়ে ফেরে আসেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘তার (রাজ) জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’ কারণ সে যখন বাসায় এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম।’ছেলের জন্মদিনে কত খরচ হলো, জানালেন পরীমণি
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত নয়টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছেলেকে নিয়ে হাজির হন পরী, পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। এসময় মা ছেলেকে স্বাগত জানান তারকা অভিনেতা-অভিনেত্রীসহ পরীমণির আত্মীয়স্বজনরা। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ লাখের (১৪ লাখ ৮০ হাজার) মতো খরচ করেছেন অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

রাজু

সম্পর্কিত বিষয়:

×