ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাবা-মায়ের অনুমতি নিয়েই চুম্বন ও বেডরুম দৃশ্যে অভিনয় করেছি

প্রকাশিত: ১৪:৩৯, ৯ আগস্ট ২০২৩

বাবা-মায়ের অনুমতি নিয়েই চুম্বন ও বেডরুম দৃশ্যে অভিনয় করেছি

অভিনেত্রী বৈষ্ণবী চৈতন্য, ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘বেবি’ । মুক্তির পর দারুণ প্রশংসা ও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য ও আনন্দ দেবরকোন্ডা। পরিচালনা করেছেন সাই রাজেশ নীলম। 

এ সিনেমায় বৈষ্ণবী চৈতন্যর চুম্বন ও বেডরুম দৃশ্য রয়েছে। এ নিয়েও জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈষ্ণবী।

অভিনেত্রী বলেন, পরিচালক সাই রাজেশ যখন আমার চরিত্র ও বেডরুম দৃশ্যের বিষয়ে বলেন, তখন আমি ভয় পেয়েছিলাম। ভাবছিলাম, সেটের মধ্যে এই দৃশ্যে কীভাবে অভিনয় করব, কীভাবে এটি বের করে আনব? আর দর্শকরাই কীভাবে এটি গ্রহণ করবেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি পরিচালককে সরাসরি না করে দিই।

পরে পরিচালক সাই রাজেশ চরিত্রটির নানা দিক ব্যাখা করেন। তারপর চরিত্রটি করার সাহস পাই।

বৈষ্ণবী বলেন, বেডরুম দৃশ্যে অভিনয়ের বিষয়টি আমি আমার বাবা-মাকে জানাই। তাদের বলি, ‘যদি তোমরা রাজি হও তবে আমি সিনেমাটিতে অভিনয় করব।’ বাবা-মায়ের সম্মতি পাওয়ার পর কাজটি করতে রাজি হই।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, চুম্বন দৃশ্য ও বেডরুম দৃশ্যের যখন শুটিং করি, ওই সময়ে সেটে খুব কম মানুষ উপস্থিত ছিলেন।

রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— নগেন্দ্র বাবু, ভিরাজ অশ্বিন, সাই প্রসাদ প্রমুখ। ১৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৭৮ কোটি রুপি।

২০১৮ সালে তেলেগু ভাষার ‘টাচ চেসি চুড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বৈষ্ণবী। তার পরের বছর একটি টিভি সিরিয়ালে কাজ করেন। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘দ্য সফটওয়্যার ডেভেলপার’ শিরোনামে টিভি সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়ান বৈষ্ণবী। 

টিএস

×