ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে তানজিন তিশা

প্রকাশিত: ২০:৩২, ৭ আগস্ট ২০২৩

হাসপাতালে তানজিন তিশা

তানজিন তিশা

হাসপাতালে ভর্তি ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তা এখনও জানা যায়নি।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। ক্যাপশনে লেখেছেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের ফোন কল রিসিভ করতে পারিনি।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী বলেন, আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে তিশার কী হয়েছে, সে বিষয়েও কিছু জানাননি তিনি।

এসআর

সম্পর্কিত বিষয়:

×