ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত

প্রকাশিত: ১৭:৪০, ২০ জুলাই ২০২৩

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এ অভিনেত্রী জানান, তিন দিন আগে হঠাৎ করেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করান। রিপোর্টে ফলাফল আসে ডেঙ্গু জ্বরে ভুগছেন এ অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন। 

তিনি আরও বলেন, ঈদের পর থেকে বেশি কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।

বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। 
 

এমএম

সম্পর্কিত বিষয়:

×