ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্র-কানাডায় 

৩ দিনে ‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ জুলাই ২০২৩

৩ দিনে ‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার

শাকিব ও ইধিকা পাল

বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ হলিউড সিনেমার দাপটের মাঝেও কানাডা ও যুক্তরাষ্ট্রের থিয়েটারে ভালো ব্যবসা করছে। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি  ৪৪ হাজার ডলার আয় করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব এ তথ্য জানিয়েছেন।

অলিউল্লাহ সজীব বলেন, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হওয়ার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। প্রথম তিন দিনে সিনেমাটি  ৪৪ হাজার ডলার গ্রস আয় করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। দর্শকের চাপে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন।

তিনি বলেন, ‘মিশিগানের এএমসি জন আর ১৫-এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে 'প্রিয়তমা' দেখার উৎসব। এখানে 'প্রিয়তমা'র এমন দুর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। এ ছাড়া নর্থইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস অ্যাঞ্জেলেসের এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি।

সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা।’ বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী এক শ একান্নটি হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা। ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে রয়েছেন কলকাতার ইধিকা পাল।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×