ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নায়ক শাকিব খানের গানে ছেলের টিকটক 

প্রকাশিত: ১৭:১৪, ১৩ জুলাই ২০২৩

নায়ক শাকিব খানের গানে ছেলের টিকটক 

শাকিব খান ও ছেলে আবরাম খান জয়

এবারের ঈদেও বাবার সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমার গান ছড়িয়ে পড়েছে সামাজিক দুনিয়ায়। বাবা শাকিব খান ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা। এককভাবে চলচ্চিত্র অভিনেতা হিসেবে আধিপত্য বিস্তার করে রাখেন।

গানের কলি মানুষের মুখে মুখে ঘুরছে। বাবার অভিনয় করা গানে ছেলে জয়ও ঠোঁট মেলালো। এবারের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানের মাধ্যমে বালাম দীর্ঘদিন পর নিজেকে প্রকাশ করলেন। বালামের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।

গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়। সামাজিক মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে, বাবা শাকিব খানের আলোচিত গানে ঠোঁট মিলিয়ে আরেক আলোচনার জন্ম দিয়েছে জয়। বিষয়টি নিয়ে মা অপু বিশ্বাসও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরাও জয়ের এই কাণ্ডে বেশ মজা পেয়েছেন। তারা অজস্র মন্তব্য করছেন। এসব মন্তব্যের মাধ্যমেই জানা যাচ্ছে জয়কেও তারা আগামীর নায়ক দেখতে চান।

এদিকে, বুধবার হঠাৎ করেই ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

এমএস

সম্পর্কিত বিষয়:

×