ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাকিব খান আমার ক্রাশ: শিরিন শিলা

প্রকাশিত: ১৬:৪৮, ১২ জুলাই ২০২৩

শাকিব খান আমার ক্রাশ: শিরিন শিলা

শিরিন শিলা ও শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার রয়েছে অগণিত ভক্ত ও শুভাকাঙ্খি। আর এই সুপারস্টারের উপর ক্রাশ খেয়েছেন নতুন প্রজন্মের চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান শিরিন শিলা। ক্যারিয়ারের প্রথম ছবি ‘হিটম্যান’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেন এই নায়িকা। 

ক্রাশ খাওয়ার পর শাকিব খানকে বলা হয়েছিল কিনা জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘হ্যাঁ, বলেছি। ভাইয়া হেসে উড়িয়ে দিয়েছেন। এটাই স্বাভাবিক। কারণ তার এমন কোটি কোটি ক্রাশ আছে।’

সিনেমায় যাত্রা শুরুর প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘সিনেমা করার তেমন কোনো ইচ্ছা ছিল না। আমি নাচ করতাম। নাচের প্রতি টান ছিল। আমার আম্মু আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই আম্মু চেয়েছেন আমি নাচ, অভিনয় করি। একটা সময় মনে হলো নিজেকে বড় স্ক্রিনে দেখবো। সেই থেকেই সিনেমায় আসা।’

কাজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, বর্তমানে আমার ‘শেষ বাজী’, ‘দ্যা রাইটার’, ‘যাযাবর’, ‘ভালোবাসি তোমায়’সহ পাঁচটি সিনেমার কাজ চলছে।

বিয়ে ও প্রেমের বিষয়ে শিরিন শিলা বলেন, ‘আমি একজন রোমান্টিক নায়িকা। আমি বারবারই প্রেমে পড়ি। তবে আমি কোনো সম্পর্কেই সিরিয়াস না। এ পর্যন্ত ৩-৪টা প্রেম করেছি। আর বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছি না। প্রতি বছরই বলি এবছর বিয়ে করবো, কিন্তু বিয়ে আর করা হয় না। তবে চলচ্চিত্রের বাইরের কাউকে বিয়ে করবো। কাজের জায়গায় আমার কারও সাঙ্গে প্রেমের সম্পর্ক আমার মনে সায় দেয় না।’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×