
শূটিং সেটে ওবিদ রেহান, প্রাণ রায়, নূর এ আলম নয়ন ও সায়েম সামাদ
স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে এরইমধ্যে প্রচার শুরু হয়েছে প্রশ্ন ও সোহান খান রচিত এবং সৈয়দ রেফাত সিদ্দিক পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। নাটকটি প্রযোজনা করছেন এম হাবিবুর রহমান। ধারাবাহিকটিতে অনেকের অভিনয়ের পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাফর চরিত্রে ওবিদ রেহান, ছোরমান চরিত্রে প্রাণ রায়-যিনি বিশিষ্ট একজন পাগল, শাকুর চরিত্রে নূর এ আলম নয়ন এবং জামশেদ চরিত্রে সায়েম সামাদ।
কিছুদিন আগেই নাটকটির প্রচার শুরু হয়েছে। সে সময় নাটকটি যুগ্মভাবে পরিচালনা করতেন দুজন পরিচালক। এখন সৈয়দ রেফাত সিদ্দিক একাই নাটকটি পরিচালনা করছেন। পরিচালকের ভাষ্যমতে, আগের চেয়ে এখন নাটকের গল্প আরও জমজমাট হয়ে উঠেছে। যারা অভিনয় করছেন তারাও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছেন। সৈয়দ রেফাত সিদ্দিক বলেন, নাটকটির শূটিং শুরু হয়েছিল বেশ আগে।
কিন্তু নানান জটিলতায় নাটকটির প্রচার শুরু হতে দেরি হয়ে যায়। কিছুদিন আগেই ইটিভিতে নাটকটির প্রচার শুরু হলো। শুরু হবার পর থেকে সত্যিই বেশ সাড়া পাচ্ছি। এতে যারা অভিনয় করছেন তারাও বলেছেন গল্পের কারণেই মূলত নাটকটির সাড়া পাচ্ছেন প্রত্যেকেই। নাটকে অনেকের পাশাপাশি সায়েম সামাদ ভাই, প্রাণ রায় দাদা, ওবিদ ভাই, নয়ন ভাই নিজেদের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন আমি সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করছেন। আমার বিশ্বাস এরইমধ্যে শূটিং হয়ে যাওয়া পর্বগুলো প্রচারে এলে দর্শকের আরও বেশি ভালো লাগবে।