ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

প্রকাশিত: ১২:১৪, ২৯ জুন ২০২৩

বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস ও বাপ্পী।

নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ের পর থেকে চলচ্চিত্র থেকে একপ্রকারে পশ্চাৎ দিকে চলে যান অপু বিশ্বাস। কিন্তু চলচ্চিত্রে না থাকলেও প্রেম, বিয়ে ও সন্তান জন্মের আড়াই বছর পর প্রকাশ্যে আসা নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনায় থাকেন এই নায়িকা। 

এরপর গত বছর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ব্যাক করেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। তবে ছবিটি মুক্তির আগ মুহূর্তে নায়ক বাপ্পীর সঙ্গে  প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী অপু বিশ্বাসের।

বিষয়টি তখন আলোচনায় আসলেও কেউ মুখ খোলেননি। কিন্তু এবার বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার খোলামেলা কথা বললেন অপু। আর তা শুনলে চোখ কপালে উঠে যাবে সবার। কারণ, পরিকল্পনা করেই নাকি এই গুঞ্জন ছড়িয়েছিলেন তারা।

ঈদ উপলক্ষে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অপু বিশ্বাস এক প্রশ্নের জবাবে নিজের এই গোপন সত্য প্রকাশ করেন নায়িকা। কিন্তু কেন পরিকল্পনা করে প্রেমের গুঞ্জন উঠিয়েছিলেন তারা?

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমায় ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার মাধ্যমে। দীর্ঘদিন পর নায়িকা হিসেবে ফিরছি, তাই সাধারণ দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পীর সঙ্গে মিলেই এই পরিকল্পনা করেছিলাম আমরা।’

এই নায়িকা আরো বলেন, পরিকল্পনাটা অবশ্য কাজেও দিয়েছে। ফিরেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।
 

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×