
‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ নাটকে নিশো
ঈদুল আযহার দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ (প্রথম অংশ)। রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাশার, নওশাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। দ্বিতীয় অংশ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। পুনর্জন্ম ৩ এর গল্প যেখানে শেষ হয়েছে সে খান থেকেই পুনর্জন্ম অন্তিমপর্বের গল্প শুরু হবে। রাফসানের রহস্য তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছে। চারিদিকে এতো শক্ত নিয়ে রাফসান কিভাবে বাঁচবে? রাফসানের খেলা কি তাহলে শেষ? এবার কি তাহলে রাফসান সত্যিই কোনঠাসা হয়ে গিয়েছে? পুনর্জন্ম অন্তিম পর্ব মিলবে সকল প্রশ্নের উত্তর।