ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বাজেট আলোচনায় গান গাইলেন শিল্পী মমতাজ

প্রকাশিত: ২১:৫৯, ১২ জুন ২০২৩

বাজেট আলোচনায় গান গাইলেন শিল্পী মমতাজ

সংগীতশিল্পী মমতাজ বেগম

বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে গান গাইলেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বক্তব্য শুরু করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গান গেয়ে। 

সোমবার (১২ জুন) ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনার শুরুতে গান গেয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানে এই শিল্পী।

গানটির কথা ছিল এমন, লোকে বলে বাংলায় যত দিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান 

আমি বলি, না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কত দিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই তত দিন, ওই চন্দ্র রবে যত দিন, ওই সূর্য রবে যত দিন...।

বক্তব্যের শেষে সরকারের উন্নয়ন নিয়ে গান গেয়ে শোনান মমতাজ। গানের কথাগুলো হচ্ছে- ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা।

শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে…।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×