ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মিমির ‘রক্তবীজ’

প্রকাশিত: ০০:৪২, ৮ জুন ২০২৩

মিমির ‘রক্তবীজ’

মিমি চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামীতে তাকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিতে। মূলত থ্রিলার ঘরানার ছবিটি। মুক্তি পাবে পূজায়। এদিকে অভিনেত্রী এক পোস্টে নকল নিয়ে কথা বলেন। এখন নকলদের জয় জয়কার বেশি-এমনটাই মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, যদি তুমি আসল হও তাহলে লোকে বিরক্ত হবে! মিমি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের ক্যাপশনে স্পষ্ট কিছু লেখেননি। তবে সম্প্রতি যে তার জীবনে কোনো এক ঘটনায় এমন উপলব্ধি হয়েছে তা পরিষ্কার। কিন্তু কি ঘটনা?

নতুন কোনো সম্পর্ক? নাকি পেশাগত কারণ! মিমির এই পোস্ট ঘিরে  শুধুই ধোঁয়াশা। অবশ্য এ ব্যাপারে মিমিও মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, মিমির এই পোস্টের কমেন্ট বক্সে হাজার মন্তব্যের ভিড়। বেশ কয়েকজন নেটিজেন তৃণমূল কংগ্রেস ও শিক্ষক নিয়োগের দুর্নীতিকে টেনে কটাক্ষও করেছেন মিমিকে। অনেক অনুরাগী আবার মিমির এই মন্তব্যে সহমত পোষণও করেছেন।

×