লগ্নজিতা চক্রবর্তী
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এবার তিনি জনপ্রিয় গীতিকবি, সুরকার ও গায়ক শফিক তুহিনের সঙ্গে নতুন একটি গান নিয়ে আসছেন। গানটির শিরোনাম ‘একটি গল্প শুনিয়ো’। এটির কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। সম্প্রতি কলকাতার গানবাজনা স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। আসন্ন কোরবানির ঈদে গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে। শফিক তুহিন বলেন, ‘লগ্নজিতা আমার খুব পছন্দের একজন শিল্পী। তার গায়কিতে অন্য রকম একটা মাদকতা আছে, যে কারণে তার কণ্ঠে যে কোনো গান অনন্য হয়ে উঠে। গানটির ভিডিও কলকাতায় করা হয়েছে। আশা করি গান ও ভিডিও দুই বাংলার শ্রোতা দর্শকদের ভালো লাগবে।’ গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন লগ্নজিতাও।