ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন পর মুখ খুললেন ঋতুপর্ণা

প্রকাশিত: ১৭:০৭, ৭ জুন ২০২৩

প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন পর মুখ খুললেন ঋতুপর্ণা

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যকার সম্পর্কের সমীকরণ নিয়ে এক সময় প্রায়ই চর্চা হতো। দীর্ঘ ত্রিশ বছর ধরে টালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করে যাচ্ছেন এ তারকা জুটি। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।

এ তারকা জুটির ঝুলিতেই যেন প্রায় সব সিনেমা। বলা হয়ে তাকে, উত্তম কুমার ও সুচিত্রা সেনের পর দর্শকরা যেন ঋতুপর্ণা ও প্রসেনজিতের মতোই একটি জুটি খুঁজছিলেন। কিন্তু কোথাও কী তাদের সমীকরণ শেষ? এ প্রশ্নের উত্তর অনেকেই খুঁজেছেন। তাদের মধ্যকার সম্পর্কটা আসলে কী ছিল, এ নিয়েও প্রশ্নের কমতি ছিল না ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের খবর অনুযায়ী, সম্প্রতি ঋতুপর্ণা এক সাক্ষাৎকারে প্রসেনজিতের সঙ্গে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, লোকে তো এটাই মনে করতো। আমি বলি, ২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে কাজ করলে, থাকলে, একটা ভালোবাসা ও নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়।

এ অভিনেত্রী বলেন, এই প্রশ্নের জবাব আমি দেব না। উত্তর রহস্যই থাকুক। দর্শকরা যুগ যুগ ধরে খুঁজে বেড়াক এর উত্তর। 

ঋতুপর্ণা ও প্রসেনজিত জুটির পর ইন্ডাস্ট্রিতে আর এমন জুটি সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু কেন দেখা যাচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে নায়িকা বলেন, অনেক পরিশ্রমের ফল আমাদের এই জুটি। অনেক মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আছে। এই জুটি অনেক মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে গেছে। দর্শকদের দেখেছি, তারা কাঁদছেন, হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছেন।

তাদের এ জুটি রাতারাতি তৈরি হয়নি। কাজের প্রতি শতভাগ কমিটমেন্ট রয়েছে তাদের। শুধু কয়েকটা হেডিং, কয়েকটা পোস্টারে সীমাবদ্ধ নয় তারা। কাজের প্রতি ভালোবাসাই সব বলেও জানান ঋতুপর্ণা।

তিনি বলেন, এত বছরেও আমাদের কমিটমেন্ট কখনো নষ্ট হয়নি। এ জুটি ভেঙে যে জীবনে শূন্যতা নেমে আসে, তা নয়। তবে সংগ্রাম ছিল। তার ভাষ্যমতে, সংগ্রাম আগেও ছিল, এখনো রয়েছে। একসঙ্গে কাজের সংগ্রাম একটু অন্যরকম ছিল।

ঋতুপর্ণা বলেন, সে সময় আমরা একসঙ্গে অনেক কাজ করতাম। সকাল থেকে রাত হয়ে যেত। আবার কখন যে ভোর হয়ে যেত, বুঝতেই পারতাম না। সেখানে কোনো মেকআপ ভ্যান নেই। কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×