ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধি

প্রকাশিত: ১৭:৪০, ৫ জুন ২০২৩

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধি

অভিনেতা কোল্লাম সুধি

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধি। 

সোমবার (৫ জুন) ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ভোর সাড়ে চারটায় গাড়ি দুর্ঘটনা হয়। গাড়িতে তখন তার সঙ্গে আরও তিনজন ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছন।

পুলিশ জানিয়েছে, কোল্লামদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সবার মাথায় আঘাত লাগে। তবে শুধু অভিনেতা কোল্লামের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু এখনো বাকিরা সংকটান্ন নয়।

কোল্লাম সিনেমার পাশাপাশি টেলিভিশনের কাজেও অনেক জনপ্রিয় ছিলেন। মূলত কমেডি চরিত্রের মাধ্যমেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন তিনি। এ অভিনেতা ইন্ডাস্ট্রির বিখ্যাত সব তারকাদের সঙ্গে কাজ করেছেন। হঠাৎ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যুর খবরে শোকের ছাঁয়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। এছাড়া শোক প্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এমএস

সম্পর্কিত বিষয়:

×