ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাথী খানের চার গান

প্রকাশিত: ০০:৩৯, ১ জুন ২০২৩

সাথী খানের চার গান

সাথী খান

সাথী খানের কণ্ঠে আসছে নতুন চারটি গান। গানগুলোর শিরোনাম ‘তবু যে তোর মন পাইলাম না’, ‘টাকার গন্ধ বাতাসে ওড়ে’, ‘পোড়া গায়ে লবণ ছিটা’ ও ‘করলি আমার কী ক্ষতি’। রাজ কামালের কথায় এগুলোর সুর করেছেন আহম্মেদ শাকিল, রুমন দেওয়ান ও বাউলা দিপু। সংগীত আয়োজন করেছেন মান্নান মোহাম্মদ ও ঋষিকেষ রকি। এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজ শেষ করা হয়েছে। শিল্পী সাথী খানের নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ আরও দুটি চ্যানেল থেকে গানগুলো রিলিজ করা হবে। সাথী খান বলেন, গীতিকার রাজ কামালের কথায় আমার নতুন গানগুলোতে দর্শকশ্রোতা নতুন কিছু পাবে।

×