ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

৮৩ তে বাবা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেতা পাচিনো

প্রকাশিত: ১৩:০৮, ৩১ মে ২০২৩

৮৩ তে বাবা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেতা পাচিনো

আল পাচিনো ও তার বান্ধবী

বয়স ৮৩। এর মাঝেই নতুন খবর শোনালেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো। ২৯ বছর বয়সী প্রেমিকা নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন তিনি। গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন অভিনেতা।

গত বছর জন্মদিনে এক হোটেলে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নুর ও আলকে। বয়সের তফাত ৫৪ হলেও প্রেমে খামতি নেই এই যুগলের। অতিমারির সময় থেকেই নাকি তারা একে অপরের সঙ্গে মেলামেশা করছেন। কোভিডে তারা একসঙ্গে থাকছিলেন বলেও শোনা গেছে। 

নুর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।

চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা করেছেন। অভিনেতার এই বান্ধবীর ষাটর্ধ্বোদের সঙ্গে প্রেম করার সুনাম রয়েছে। যদিও তাতে খুব বেশি কান দিতে নারাজ এই নারী। 

তবে আল পাচিনোর এর আগে আরও তিন সন্তান রয়েছে। নুরের যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে, সে দিক থেকে দেখলে চতুর্থ বার পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেতা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 এসআর

×