ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘মুখ ও মুখোশ’ নায়িকার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত: ২০:১০, ৩০ মে ২০২৩

‘মুখ ও মুখোশ’ নায়িকার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নায়িকা পিয়ারী বেগম ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম নায়িকা পিয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (৩০ মে) এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার (৩০ মে) আনুমানিক দুপুর দুইটায় পিয়ারী বেগম (৮৭) তার উত্তরাস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এমএস

সম্পর্কিত বিষয়:

×