ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আমাদের বিচ্ছেদ হলে সুনেরাহর নামে মামলা করব: পরীমণি

প্রকাশিত: ১৮:৫৭, ৩০ মে ২০২৩

আমাদের বিচ্ছেদ হলে সুনেরাহর নামে মামলা করব: পরীমণি

অভিনেত্রী পরীমণি।

ফের অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের সংসারে চির ধরতে শুরু করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে ফেসবুকে রাজ ও সুনেরাহর কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশ পায়। আর তা নিয়ে নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ তুলছেন অভিনেত্রী সুনেরাহ।

এদিকে, সুনেরাহর অভিযোগের বিষয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘ওই মেয়েকে তো আমি চিনিই না, আর কখনো তার সঙ্গে কথাই হয়নি। সে আলোচনায় আসতেই আমার নামে এসব ছড়াচ্ছে। এই কারণে রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হলে ওই মেয়ের নামে আমি মামলা করব।’

ছবি ও ভিডিও পোস্ট করার বিষয়ে তিনি বলেন, ‘রাজ তো ১০ দিন আগে থেকে আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য ১০ দিনের বেশি হলো বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় কি করছে কিছুই জানিনা। গতকালও ওকে ফোন করেছিলাম। সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় হতে পারে তার বন্ধুরাও মজা করার জন্য প্রকাশ করেছে। হতে পারে সুনেরাহ আলোচনায় আসার জন্য ওই ভিডিও পোস্ট করেছেন। কারণ, তিনি তো নিজেকে রাজের বন্ধু দাবি করেছেন। ’

আপনারা আদালা থাকছেন কি না- এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘রাজ বেশ ক’দিন আগেই বাসা থেকে বের হয়ে যায়। কার সঙ্গে আছে তার কিছুই আমি জানি না। বার বার খোঁজ নেওয়ার চেষ্টা করেও পারিনি। পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।’

আলাদা থাকা বিচ্ছেদেরই ইঙ্গিত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কি ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি সংসার করার কম চেষ্টা তো করছি না, পারছি কই! একটার পর একটা ইস্যু চলেই আসছে। তারপরও আমি যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’

কাজে ফেরার বিষয়ে পরীমণি বলেন, ‘আমি কাজের মধ্যেই আছি। তবে নতুন সিনেমার শুটিংয়ে ফিরতে আরও একটু সময় লাগবে। আমি এখন কাজ করার জন্য রেডি না। বাচ্চা নিয়ে এই মুহূর্তে মুভ করাটা খুব কঠিন। যখন আরেকটু রিলাক্স হতে পারব তখন কাজ করব।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×