ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আলোচিত শিমু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ১৮:২৫, ২৩ মে ২০২৩

আলোচিত শিমু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু

চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তিনি। তিনি শিমু হত্যা মামলায় তার স্বামীর বন্ধু এস এম ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এদিকে মিশকাতের সাক্ষ্যগ্রহণের পর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ জুলাই ধার্য করেছেন।
 
গত বছরের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

গত বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই দিন রাতে আসামিদের গ্রেফতার করা হয়। পরেরদিন এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এমএস

সম্পর্কিত বিষয়:

×