ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

চলছে ঈদের শূটিং

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০১:০৬, ৬ এপ্রিল ২০২৩

চলছে ঈদের শূটিং

রমজানের আগ থেকেই শুরু হয় ঈদের নাটকের তোড়জোড়

রমজানের আগ থেকেই শুরু হয় ঈদের নাটকের তোড়জোড়। গেল কয়েক বছর কে কতগুলো নাটকে কাজ করেছেন এ প্রতিযোগিতা দেখা গেছে। তবে চলতি বছরে হিসেব-নিকেষ বদলে গেছে। অনেক শিল্পীই এখন আর সংখ্যা নয়, মানসম্পন্ন কাজকেই গুরুত্ব দিচ্ছেন। সেটি সংখ্যায় কম হলেও তাদের আপত্তি নেই বলে জানান। করোনার সময় থেকে নাটকের চিত্রপট অনেকটা বদলে যায়। অনেক শিল্পী-নির্মাতা গল্পনির্ভর নাটকের দিকে জোর দেন। এবারও সে ধারাবাহিকতা থাকছে বলে অনেকেই জানান।

ছোটপর্দার তারকারা এবার ঈদের নাটকের বাইরে ওটিটির কাজেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে আফরান  নিশো, মেহজাবিন ও ফারিন চলতি বছরের শুরু থেকেই ওটিটিতে বেশি কাজ করছেন। ফলে ঈদের নাটকে তাদের উপস্থিতি তেমন নেই বলে জানা যায়। কিন্তু এদের বাইরে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, জোভান, মুশফিক ফারহান, কেয়া পায়েল, হিমি, সামিরা খান মাহিসহ আরও অনেকেই কাজ করছেন।

মোশাররফ করিম তার কাজ নিয়ে বলেন, ‘এখন সংখ্যাকে প্রাধান্য দিয়ে কাজ করি না। আগেও করতাম না। তবে এখন কাজের প্রতি আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছি। চেষ্টা করছি যেন দর্শকদের ভালো গল্পের কাজের মাধ্যমে বিনোদিত করতে পারি। কারণ ঈদের সময় দর্শক নাটক দেখেন বেশি। সে বিষয়টি মাথায় রেখেই কর্মপরিকল্পনা সাজিয়েছি।’ টিভি, ইউটিউবের নাটক ছাড়াও এ অভিনেতার কয়েকটি ওয়েব সিরিজ ঈদ উপলক্ষে প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এরই মধ্যে ‘মহানগর-২’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে।

এদিকে চঞ্চল চৌধুরী সাত পর্বের ধারাবাহিক ‘ওয়াদা’সহ কায়েকটি নাটকের কাজ শেষ করেছেন। তিনি বলেন, ‘ঈদ মানেই নতুন নাটকের সমাহার। নিত্যনতুন আনন্দদায়ক গল্প নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার প্রচেষ্টা থাকে সবার। আমরা রাতদিন সমানতালে অভিনয় করি। এবার প্রচুর কাজ হচ্ছে। আমি নিজেও ঈদের আগ পর্যন্ত অভিনয় করব। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নাট্যাঙ্গনে।’ নাটকের চলতি সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ঈদের নাটকের জন্য।

এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘এমনিতে নিয়মিত কাজ করি, তবে ঈদ এলে নিজের কাছেও বাড়তি উন্মাদনা কাজ করে। প্রতিবারের মতো এবারও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেব। আশা করি ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে নাটকগুলো।’ হিমি বরেন, ঈদের সময় একটু ব্যস্ততা বেশি থাকে। ঈদে ঠিক কতগুলো নাটক বিভিন্ন চ্যানেলে আসবে এখনো সঠিক বলতে পারছি না। তবে এর মধ্যে বেশি কিছু নাটকের শুটিং শেষ করেছি।

সিনিয়র অভিনেতাদের মধ্যে আবদুন নূর সজলও ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ঢাকা এবং ঢাকার বাইরে ঈদের নাটকের শুটিং করছেন তিনি। অন্যদিকে নাদিয়া আহমেদ, এফএস নাঈম, ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, সাবিলা নূর, নিলাঞ্জনা নীলা, তৌসিফ মাহবুব, জোভান, নিলয় আলমগীরসহ বেশ কয়েকজন তারকাশিল্পীও ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন।

×