
রেশমি মির্জা
‘ফুলজান’ শিরোনামের একটি সিনেমার আইটেম গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী রেশমি মির্জা। এস কে সমীরের সংগীতায়োজনে গানটির শিরোনাম ‘হাবুডুবু’। গানটির কথা ও সুর করেছেন ছবির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু নিজেই। এ গানের মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান রেশমি। তিনি আরও বলেন, ‘সংগীতপরিচালক এস কে সমীর ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।
তার অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে আমি মনে করি চলচ্চিত্রের আইটেম গান হিসাবে এই গানটি শ্রোতাদের মন জয় করবে।’ ছবির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন ‘ছবির প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি তাই নিজেই কথা ও সুর রেডি করে এস কে সমীর ভাইয়ের সংগীতায়োজনে এত সুন্দর একটি গানের কাজ সমাপ্ত করেছি। এর মধ্যে আইটেম গানটির শূটিংও সমাপ্ত হয়েছে। আশা করছি আমার ছবির দর্শকদের জন্য এই আইটেম গানটি একটি অন্যরকম সৃষ্টি, গানটি দর্শক শ্রোতাদের বিনোদনের নতুন মাত্রা যোগাবে।’