
ভাবনা ও পোলাক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন (একুশে ফেব্রুয়ারি) ইউনেসকো থেকে প্রকাশ হলো অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের পদ্য পরিবেশনা ‘বিদ্রোহী’।
ইউনেসকোর পাশাপাশি এটি প্রযোজনা করেছে স্বপ্নীল ফাউন্ডেশন। ‘বিদ্রোহী’র পরিকল্পনা করেছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব, ভিডিও পরিচালনা করেছেন রনি সারাফাত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’, আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলোর ‘স্টিল আই রাইজ’ এবং অসমী প্রদীপের হিন্দি কবিতার নির্বাচিত অংশ নিয়ে নির্মিত হয়েছে এই বিশেষ পরিবেশনা।
এ বিষয়ে ভাবনা গণমাধ্যমকে বলেন, ‘আমরা অনন্য, অসাধারণ, বিস্ময় হওয়ার ধারণা হারিয়ে ফেলছি। আমরা প্রতিনিয়ত রাজনীতি, একাকিত্ব, বিষণ্নতা, লিঙ্গ, ক্ষতি, মৃত্যু, রোমান্টিক সম্পর্ক এবং সামাজিক বুলিংয়ের সঙ্গে লড়াই করছি। এসব প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ে শক্তি বৃদ্ধির জন্য বিদ্রোহী একটি সর্বজনীন বার্তা। আবৃত্তি, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে আমরা মানুষের সৃজনশীল শক্তিকে উদযাপন করছি ।
এটি আপনাকে মর্যাদা এবং সম্মানের সঙ্গে উঠতে শেখায়, আত্মমর্যাদার অধিকারী হওয়ার, প্রতিটি দুর্বলতা, প্রতিটি অসম্মানকে পরিত্যাগ এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থার সব মন্দ অবজ্ঞার ঊর্ধ্বে ওঠার আহ্বান জানায় বলে জানান পোলাক।
এমএইচ