ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ভালোবাসা দিবসে গান-নাটক

প্রকাশিত: ১৫:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ভালোবাসা দিবসে গান-নাটক

ভালোবাসা দিবসের অনুষ্ঠান। 

বিশেষ দিবসগুলোতে বরবারই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ইউটিউবে একাধিক কন্টেন্ট প্রকাশ করে আসছে। এবার ভালোবাসা দিবসেও তার ব্যতিক্রম হচ্ছে না। গান-নাটক নিয়ে ব্যস্ত এসব প্রযোজনা প্রতিষ্ঠান।

কয়েকটি প্রতিষ্ঠানের বিশেষ আয়োজন তুলে ধরা হলো...রঙ্গন মিউজিক:বিভিন্ন উৎসবের মতো এ ভালোবাসা দিবসেও গান ও নাটক নিয়ে এলো প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক। ভালোবাসা দিবস উপলক্ষে রঙ্গন মিউজিকে প্রকাশ হলো কণ্ঠশিল্পী মুহিনের ‘রোজ বিকেল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুহিন নিজেই। ভিডিওতে মডেল হয়েছেন কানিজ মুহিন। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। 

হৃদয় হাসিন ও নদীর কণ্ঠে প্রকাশ হলো ‘চেনা মুখ’ শিরোনামের একটি গানেরে মিউজিক ভিডিও। জামাল হোনের কথায় এটির সুর ও সঙ্গীত করেছেন হৃদয় হাসিন। এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লোডশেডিং’ শিরোনামের একটি নাটকও প্রকাশ হলো। এতে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান।সাউন্ডটেক: সাউন্ডটেকে  ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে থাকছে কোনাল ও মিলনের ‘এই মন ভালোবাসে তোমাকে’ শিরোনামের একটি গান। আহমেদ রিজভীর    কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতপরিচালনা করেছেন সজিব দাস। জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর কণ্ঠে প্রকাশ হবে ‘প্রেমের অসুখ’ শিরোনামের একটি গান। এটির কথা সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। এছাড়া ইমন খানের কণ্ঠে থাকছে ‘চোখের বালি’ শিরোনামের একটি গান। নিহার আহমেদের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আল আমিন খান।

‘আত্মারপাখি’ শিরোনামের একটি গান প্রকাশ হচ্ছে আশরাফ উদাসের। রওনক রায়হানের সুর ও সঙ্গীতে এটির সঙ্গীত পরিচালনা করেছেন এইচ আর লিটন। আকাশ মাহমুদ ও মুনিয়া মুনের কণ্ঠে প্রকাশ হবে ‘অন্তর দিয়ে ভালোবাসবো’ শিরোনামের গানটি। রওনক রায়হানের কথা ও সুরেরএটির সঙ্গীতপরিচালনা করেছেন শামীম আশিক। 

এ ব্যানারে ভারোবাসা দিবসে আরও প্রকাশ হবে গগন সাকিব, রুনা বিক্রমপুরী, ফারহানা জামান ও এস এম করিমসহ কয়েকজন শিল্পীর গান।

সুলতান এন্টারটেইনমেন্ট: সুলতান এন্টারটেইনমেন্টে ‘কোথায় খুঁজি তারে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে মুসফিক আর ফারহান , তানজিন তিশাকে। এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। ‘ভালোবাসার তিন দিন’ শিরোনামের একটি নাটক থাকছেন  ফারহান আহমেদ জোভান ও সাবরিনা পড়শী । এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। একই নির্মাতার ‘সুইট হোম’ শিরোনামের একটি অভিনয় করেছেন মুসফিক আর ফারহান ও তানজিন তিশা।  সাইফুল হাফিজ খানের পরিচালনায় থাকছে ‘ক্যাচাল রির্টান্স’ শিরোনামের একটি নাটক। এতে অভিনয় করেছেন জাহের আলভী , সুলতানা মাহিমা। আহমেদ রিজভীর গল্পে এটির সংলাপ ও চিত্রনাট্য করেছে ফেরারী ফরহাদ। 
মোহন খানের পরিচালনা আসছে ‘ফিদা’ শিরোনামের একটি নাটক। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে। 

জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘সুইট কিস’ নাটকে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে। ‘কুলি নাম্বার ২’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিরা খান মাহি।  রচনা ও পরিচালনা করেছেন মোঃ মেহেদী হাসান জনি। ‘পোস্টম্যান’ নাটকে দর্শক দেখতে পাবে  মুসফিক আর ফারহান, কেয়া পায়েলকে।  এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

এমএম

×