রাইমা সেন
অভিনেত্রী রাইমা সেন পাত্র খুঁজছেন। তবে পাত্রকে হতে হবে ভালো মানুষ এবং তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে।
এদিকে, মুক্তি পেতে চলেছে অভিনেত্রী রাইমা সেনের নতুন ওয়েব সিরিজ রক্তকরবী। এটির প্রচারের ফাঁকেই নিজের মনের কথা বলে ফেললেন এই নায়িকা।
রাইমা সেন বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব। তবে ভালো মানুষ চাই।’
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এই অভিনেত্রী বলেন, ‘আমার এমন একজন মানুষ চাই যে, আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে। এছাড়া সঙ্গে একটু রসবোধও থাকবে। এছাড়া ব্যাংকে টাকা থাকাও জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি, তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড। কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই।’
রাইমা আর বলেন, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবীতে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’
এমএইচ